Monday, July 22

চীনে ভূমিকম্পে নিহত ৪৭

ঢাকা: চীনে এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২শ ৭৯ জন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে সোমবার ভোরে  ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা  ৬ দশমিক ৬ ছিলো বলে জানিয়েছে দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র।

তবে মার্কিন ভূতত্ত জরিপের মতে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৯।

সোমবার স্থানীয় সময় ভোর পৌনে আটটায় গানসু প্রদেশের মিনজিয়ান ও ঝাংজিয়ান কাউন্টি দুটিতে ভূমিকম্প হয়। এছাড়া প্রদেশের দিংজি, লংনান, টিয়ানশুই শহরগুলোতেও ভূকম্পন অনুভূত হয় বলে জানায় সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া।
 
স্থানীয় বাসিন্দারা জানায়, তারা প্রবল ঝাকুনি অনুভব করে। এ সময় গাছপালা ও ঘরবাড়ি দুলতে থাকে। ভূমিকম্পটি প্রায় এক মিনিট স্থায়ী হয় বলে জানা যায়।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়