Saturday, July 13

রূপগঞ্জে চাঁদা না দেয়ায় নির্মাণ কাজ বন্ধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে শনিবার রূপগঞ্জে ভোলাব ইউনিয়নের চারিতাল্লুক গ্রামের হোসনে আরা বেগমের জমিতে বাউন্ডারী দেওয়াল নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। 
জানা গেছে, ভোলাব ইউনিয়নের মোচারতাল্লুক মৌজার আরএস ৭৬৬ নং দাগের ৪ শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিক শরত আলীর ওয়ারিশগণের কাছ থেকে হোসনে আরা বেগম ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই চারিতাল্লুক গ্রামের মিন্নত আলীর ছেলে মাকসুদুর রহমান দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মাকসুদুর রহমান ও তার পাঁচ-ছয়জনের বাহিনী নিয়ে জমির মালিক হোসনে আরা বেগমকে গালিগালাজ করে। এ সময় প্রতিবাদ করায় সন্ত্রাসীরা হোসেন আরা বেগমকে হত্যার হুমকি দেয় এবং বাউন্ডারী দেওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে এলাকার জনমনে আতংক বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। 
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়