Monday, July 22

ইসলামী ঐক্যজোটের ইফতারিতে যোগ দেবেন খালেদা

ঢাকা: বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সোমবার ইসলামী ঐক্যজোট আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন।

সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে রাজধানীর হোটেল পূর্বাণীতে ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে খালেদা জিয়া রোববার জাতীয় সংসদ ভবনে মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় তিনি আবারও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি জানান।

শনিবার হোটেল রূপসী বাংলায় জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় তিনি সিটি নির্বাচনকে ঈঙ্গিত করে অভিযোগ করেন, এ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি।

এ ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও জামায়াত ও হেফাজতে ইসলামের নেতারা উপস্থিত ছিলেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়