Thursday, July 4

ফের নিষিদ্ধ হলো ইরাক

ঢাকা: ফিফা আবারো নিষিদ্ধ করলো ইরাক ফুটবল ফেডারেশনকে। তিন মাস যেতে না যেতেই আবারও প্রীতি ম্যাচ আয়োজনে নিষিদ্ধ হলো ইরাক। দেশটিতে সহিংসতা দিনকে দিন বেড়ে চলায় বিশ্ব ফুটবল সংস্থা ফিফা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। বুধবার ইরাক ফুটবল সংস্থাকে নিষেধাজ্ঞার খবরটি জানিয়ে দিয়েছে ফিফা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো প্রীতি ম্যাচ আয়োজন করতে পারবে না মধ্যপ্রাচ্যের এই দেশটি। সম্প্রতি খেলার মাঠেও সশস্ত্র আক্রমণ হয়েছে। নিহত হন কারবালা ফুটবল ক্লাব কোচ মোহামেদ আব্বাস। এ ঘটনায় আবারও নড়েচড়ে বসে ফিফা। এর আগে ২১ মার্চ নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। পাঁচদিন পরই বাগদাদে ইরাক সিরিয়ার সঙ্গে ম্যাচ আয়োজন করেছিল। স্বাগতিকরা ২-১ গোলে জয় পায়। পরদিন একই ভেন্যুতে লাইবেরিয়ার কাছে ১-০ তে হেরে যায় ইরাক। ইরাকে সহিংসতার মাত্রা সম্পর্কে সোমবার ইউএন অ্যাসিস্টেন্স মিশন ফর ইরাক (ইউএএএমআই) জানায়, জুনের সহিংসতা ও সন্ত্রাসী হামলায় মারা গেছে ৭৬১ জন ইরাকি, আহত হয়েছেন ১৭৭১ জন।

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়