Thursday, July 18

জেলা বিএনপি নেতা দুলালের গণসংযোগ

কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কেন্দুয়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো: দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল বৃহস্পতিবার আটপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন। তিনি আটপাড়া বাজারসহ বানিয়াজান, তেলিগাতী, অভয়পাশা এবং কেন্দুয়া পৌর শহরে দলের তৃনমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে দেখা করে সাংগঠনিক ও তাদের ব্যক্তিগত খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মাহমুদুল হক ফারুক, কেন্দুয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মানিক, যুগ্ম সম্পাদক আলী আহম্মেদ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এদিকে দেলোয়ার হোসেন ভূইয়া দুলালকে কাছে পেয়ে সাধারণ ভোটারসহ দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে। সচেতন নেতাকর্মীদের জানান, তাকে এ আসনে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৮ দলীয় জোটের প্রার্থী হিসাবে মনোনয়ন দিলে আসনটি পুনরুদ্ধার সম্ভব হবে।  --ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়