Tuesday, July 9

মিরপুরের সংসদ সদস্যের পিএস খুন

রাজধানীর মতিঝিলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন ঢাকার মিরপুরের স্থানীয় সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লার পিএস। তার নাম আমির হোসেন কাঞ্চন (৪৫)। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে দৈনিক বাংলার মোড়ে রক্তাক্ত অবস্থায় দুর্বৃত্তরা ফেলে রেখে যায়।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে দৈনিক বাংলা মোড়ে একটি নোয়া গাড়িতে কাঞ্চনকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে তিনজন পথচারী তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশের কেন্দ্রীয় হাসপাতালে নেয়। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল থেকে পরিচয় নিশ্চিত হওয়া যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় চিকিৎকস মৃত্যু নিশ্চিত করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, কাঞ্চনের বাম পায়ের উরুতে এবং শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করা হয়েছে। ফলে শরীরে অনেক রক্তক্ষরণে তিনি মরা গেছেন।
স্ত্রী নাসিমা আক্তার জানান, কাঞ্চন মিরপুর ৬ নম্বরের ডি ব্লকের বাসা থেকে সকাল দশটার দিকে বের হন। এরপর তার সঙ্গে মোবাইলে সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকবার কথা হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটতে পারে এ ব্যাপারে কিছুই জানাতে পারেননি কাঞ্চনের স্ত্রী।
এ ব্যাপারে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) ফরমান আলী জানান, লোক মারফত খবর পেয়ে মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোনো ধরনে ক্লু পাওয়া যায়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। খুব সম্ভবতো ঘটনাটি পল্টন থানায় মধ্যে পরেছে।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়