Sunday, July 28

আগামী নির্বাচন আওয়ামী লীগের অধীনেই হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল। আর এর ফলে দেশের আগামী নির্বাচন নির্বাচিত অর্থাৎ আওয়ামী লীগের অধীনেই হবে। 

শনিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যদি দেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার আসে তবে ১০ বছরেও কোনো নির্বাচন হবে না।
২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থনে যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছিল, তারা দুই বছর পর নির্বাচন দিয়েছিল।-ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়