আফ্রিকা মহাদেশের অপেক্ষাকৃত অনুন্নত দেশ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচন চলছে বুধবার। দেশটির রাজনীতিতে বড় ধরণের পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয় জনতা। এবারের নির্বাচনে হারলে প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ৩৩ বছরের ক্ষমতা হারাবেন।
এদিকে আরেক প্রার্থী মরগান থাভেঙ্গারির দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ রবার্ট মুগাবের দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়নকে ভোটার তালিকা সংস্কারের দাবি জানান। কিন্তু ক্ষমতাসীনরা এ আবেদন নাকচ করে দেন। তবে ৬১ বছর বয়স্ক থাভেঙ্গারি আশা করছেন তিনবারের ব্যর্থতার পর এবার তিনি জয়লাভে সমর্থ হবেন।
ভোটের প্রচারনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেই জানিয়েছে গণমাধ্যমগুলো। কোন ধরণের সহিংসতা বা ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেনি। স্থানীয় সময় ভোর সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শেষ হবে সন্ধ্যা সাতটা নাগাদ। পাঁচ দিনের মধ্যেই ভোটের ফলাফল প্রকাশিত হবে বলে জানা গেছে।
শেষবার ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আরোহন করেন এই কৃষ্ণাঙ্গ নেতা। অবশ্য ২০০৮ সালের নির্বাচনে বেশকিছু সহিংসতাসহ অগুণতি সমস্যায় আচ্ছন্ন হয়ে গিয়েছিল বলে জানিয়েছে বিবিসি।
১৯৮০ সালে প্রধানমন্ত্রী হন মুগাবে। তারপর থেকে তিনিই হয়ে ওঠেন জিম্বাবুয়ের অভিভাবক। যদিও বেশ কিছু বিষয়ে সমালোচনার শিকার হয়েছিলেন মুগাবে। তবুও তার জয়রথ কেউ আটকাতে পারেনি।
এখন পর্যন্ত ভোট চলাকালীন পরিস্থিতি বেশ শান্ত। ভোট দান নিশ্চিত করার জন্য বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সূত্র: বিবিসি
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়