গোপালগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে বিএনপির একাংশ (মঞ্জু-মনসুর) গ্রুপ সংগঠিত হচ্ছে। তারা তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা শুরু করেছে।
রোববার জেলা বিএনপির একাংশের বঙ্গবন্ধু সড়কের কার্যালয়ে (মঞ্জু-মনসুর) তৃনমূল নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন। সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক এম মনসুর আলীর সভাপতিত্বে এই সভায় অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি ও গোপালগঞ্জ সদর আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী এম এইচ খান মঞ্জু উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক আশরারুল হক লিটু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সেলিমুজ্জামান, তথ্য ও গবেষনা সম্পাদক শেখ ইলিয়াস আহমেদ, সদর থানা কমিটির সাধারন সম্পাদক ছবেদ আলী ভুইয়া, স্বেচ্ছা সেবক দলের সভাপতি বদরুল আলম নাসিম মহিলা দলের সদর থানা সভাপতি সেমিমা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় এম এইচ খান মঞ্জু বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মানুষ এখন বিএনপি মূখী। এখন নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার শ্রেষ্ট সময়। সাধারণ সম্পাদক এম মনসুর আলী সকল ইউনিয়ন নেতাদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে বলেন, যে সব জায়গায় বিএনপি ও সহযোগী সংগঠন গুলোর কমিটি নেই সেখানে কমিটি করতে হবে। ওয়ার্ড পর্যায় পর্যন্ত শক্তিশালী কমিটি গঠন করে দলকে আরো গতিশীল ও আগামী নির্বাচনে জনগনের প্রত্যাশা পূরনের জন্য তৈরী করতে হবে। এই লক্ষ্যে আজ আমাদের প্রথম সভা হল। এই কার্যক্রম ধারাবাহিক ভাবে নির্বাচনের আগ পর্যন্ত অব্যহত রাখা হবে।--ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়