Sunday, July 14

ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানালেন ফরাসি সিনেটর

ঢাকা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্স সিনেটের অর্থ বিষয়ক কমিটির চেয়ারম্যান ফিলিপ মেরিনি।

ফ্রান্সের সপ্তাহিক ‘লা পয়েন্ট’ নামে একটি ম্যাগাজিনে এ নিয়ে তার একটি প্রবন্ধ ছাপা হয়েছে। এতে তিনি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানে ফরাসি গাড়ি উতপাদন কোম্পানি পেজো সিটরন সরাসির ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইরানে ফরাসি পেজো কোম্পানির কার্যক্রমের বর্ণনা তুলে ধরে তিনি আরো বলেন, ইরানের সঙ্গে মার্কিন শত্রুতামূলক নীতির কারণে ফ্রান্সের মতো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে না। ইরনের সঙ্গে ফ্রান্সের বহুমুখী অর্থনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন সিনেটর ফিলিপ।

তিনি বলেন, ইরানের মতো বিশাল ও শক্তিশালী দেশ যার সঙ্গে বহুসংখ্যক দেশের সীমান্ত রয়েছে তার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া নিতান্তই অর্থহীন।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ফ্রান্স ইরানের কাছে পেজো সিটরন ব্রিকি বন্ধের সিদ্ধান্ত নেয়। এতে প্রতি বছর দেশটির অন্তত পাঁচ লাখ গাড়ি বিক্রি বন্ধ হয়ে যায় এবং প্যারিস রাজস্ব হারায় বছরে দেড়শ কোটি ইউরো। ফ্রান্সের এ সিদ্ধান্তে পেজো কোম্পানির বহুসংখ্যক কর্মীও বেকার হয়।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়