Sunday, July 28

সেপ্টেম্বরে আয়কর মেলা

রাজস্ব বাড়াতে সারা দেশে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে আয়কর মেলা অনুষ্ঠিত হবে।
৬৪ জেলায় এক সাথে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেলা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। কর প্রদানে সামর্থ্যবানদের খুঁজে বের করবে এনবিআর।
রাজস্ব বাড়াতে ইতোমধ্যে ঢাকাবাসীর জন্য বেইলি রোড অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়কর মেলা অনুষ্ঠিত হয়।
সারাবছর গ্রাহক সেবা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনায় ৪টি এনবিআরের সার্ভিস সেন্টার রয়েছে। মেলা শুরুর আগেই সিলেট ও কুমিল্লায় পৃথক নতুন দুটো সার্ভিস সেন্টার খোলা হচ্ছে। ইতোমধ্যে মেলা উদযাপন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
মেলা উদযাপনে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে বাজেট চেয়ে চিঠি দেয়া হয়েছে।
অনলাইনে টিআইএন নেয়ার সংখ্যা দিনদিন বাড়ছে। গ্রাহকরা অনলাইনে টিআইএন নেয়ার ব্যাপক আগ্রহ প্রকাশ করছেন। তাই অনলাইনে টিআইএন নম্বর দেয়ার পাশাপাশি মেলায় আয়কর রিটার্ন গ্রহণ, চালান ফরম প্রদান, কর প্রদানের জন্য ই-পেমেন্টের সুবিধা থাকবে। গ্রাহকের সুবিধার্থে পৃথক বুথ, হেল্প ডেস্ক, তথ্য কেন্দ্র ও আয়কর সংক্রান্ত বুথ থাকবে।
মেলায় থাকবে ট্যাক্স ক্যাকুলেটর সফটওয়্যার। যার মাধ্যমে মোট করযোগ্য আয় ও প্রদেয় করের পরিমাণ জানা যাবে।
এনবিআর ইতোমধ্যে ভুয়া টিআইএনধারীদের চিহ্নিত করে বাদ দিয়েছে। মেলায় অনলাইনে করদাতাদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও সার্টিফিকেট প্রদানের বিষয়টি গুরুত্ব পাবে।
মেলার মাধ্যমে কর প্রদানে উৎসাহিত করার উদ্যোগ নেয়া হবে বলে এনবিআর সূত্র নিশ্চিত করেছে।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়