নরসিংদী: শনিবার নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া ষ্টেডিয়ামে প্রাইম ব্যাংক ফুটবল প্রতিযোগীতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। চুড়ান্ত খেলায় তালেব স্মৃতি সংসদ ৫-১ গোলের ব্যবধানে ফারুক স্পোটিং ক্লাবকে পরাজিত করে রানার আপ হবার গৌরব অজর্ন করে। পয়েন্ট পদ্ধতির এই প্রতিযোগীতায় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ধুমকেতু সংঘ পূর্বেই চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি বিতরন করেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক এড. আসাদুজ্জামান। চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা এবং রানার আপ দলকে ট্রফি ও নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোঃ ওবায়দুল আজম। এতে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন হামদুল্লাহহেল আজিজ সোহেল ,ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিনুল হক ভূইয়া শাহিন, হাবিবুর রহমান হাবিব,দেলেয়ার হোসেন ভূইয়া, আমিরুল ইসলাম ভূইয়া ,শীলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকির প্রমূখ জেলা ক্রিড়া সংস্থার কর্মকতাবৃন্দ।--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়