Wednesday, July 10

মহম্মদপুরে জগন্নাথ দেবের রথযাত্রা

মহম্মদপুর (মাগুরা) : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আনন্দের মধ্যদিয়ে মাগুরার মহম্মদপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে স্থানীয় পূর্বনারায়ণপুর মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়।

এরপর রথযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারো মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যাপক প্রচলন রয়েছে। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের অন্যতম পবিত্র ধর্মোৎসব। এই রথ উৎসব পুরীর শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকেন্দ্রিক উৎসব। উড়িশ্যার পুরীর শ্রী জগন্নাথ সারা ভারতবর্ষেই পূজিত। জ্যৈষ্ঠে স্নান-যাত্রায় ও আষাঢ়ে রথের সময় বিশেষ জাঁকজমকের সঙ্গে পূজিত হন। 

এই উৎসব আষাঢ়ের শুক্লা দ্বিতীয়াতে সম্পন্ন হয়। রথযাত্রার দিন মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্রমূর্তি মন্দির বাইরে বের করা হয়। তারপর সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্ন করে রথ টানা হয়।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়