রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজার এলাকায় শুক্রবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নিকে কুপিয়ে জখম করেছে মামা। এ ঘটনায় আবুল হোসেন (৪৫) কে পুলিশ গ্রেফতার করেছে। মুমূর্ষ অবস্থায় শিরিনা আক্তারকে (২৬) আশিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাঞ্চন এলাকার জব্বার হোসেনের ছেলে গোলজার হোসেন ও আবুল হোসেনের বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাঁধা দেয়ায় তাদের ভাগ্নি বেড়াতে আসা শিরিনা আক্তারকে কুপিয়ে জখম করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়