Wednesday, July 10

আওয়ামী লীগ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে চায় : মেহের আফরোজ

গাজীপুর : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে চায় বলেই স্থানীয় সরকারসহ জাতীয় পর্যায়ের সকল নির্বাচনে কোন রকমের হস্তক্ষেপ করেনি।

আজ বুধবার গাজীপুরের রথখোলা বটমুলে শ্রী শ্রী মানিক্যমাধবের রথযাত্রা ও রথ মেলা ২০১৩ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সকল নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয় এবং সারা বিশ্বে তা প্রশংসিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেহের আফরোজ চুমকি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে দিবে না। তারা কক্সবাজারের রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের মন্দির ভেঙ্গেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী ঘর পুড়িয়েছে । জঙ্গীবাদের উত্থান ঘটিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম যার যার উৎসব সব সবার এই নীতিতে বিশ্বাস করেন।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর স্বার্থ রক্ষায় মহিলা ও শিশু মন্ত্রণালয় কাজ করছে। দেশের নারী নির্যাতন প্রতিরোধে মন্ত্রনালয়ে একটি হেল্প লাইন স্থাপন করেছে । এই হেল্প লাইনে যে কোন সময় কোন নির্যাতিত নারী ফোন করলে সাথে সাথে মন্ত্রণালয় ব্যাবস্থা গ্রহন করে। হেল্প লাইনটি হল ১০৯২১।এ সময়ে প্রতিমন্ত্রী রথের রশি টেনে রথ মেলার উদ্বোধন করেন।
পরে প্রতিমন্ত্রী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও নারী নির্যাতন প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চান।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়