গত ১৪ জুলাই কানাইঘাট বানীগ্রাম ইউপির নিজ বাউরভাগ গ্রামে দুই পরে মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কানাইঘাট থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিভিন্ন অভিযোগ এনে গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ রইছ আলী (৫০) ১৪ জনকে এবং একই গ্রামের প্রতিপক্ষ ফরিদ উদ্দিন (৩৫) ১৫ জনকে আসামী করে থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। অপরদিকে ফরিদ উদ্দিন গং এর পক্ষে গ্রামের রহিম উদ্দিন বাদী হয়ে টাকা লুটের মিথ্যা অভিযোগ এনে রইছ উদ্দিন গংদের ৬জন কে আসামী করে পৃথক আরেকটি অভিযোগ থানায় দায়ের করাকে কেন্দ্র করে গ্রামের দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ইলেক্ট্রেশিয়ান পরিচয়দানকারী রহিম উদ্দিন (৪০) এলাকার বিভিন্ন গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অনেকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন। বিদ্যুৎ দিতে না পারায় পাওয়াদাররা তাদের টাকা ফেরৎ চাইলে রহিম উদ্দিন নানা টালবাহানা করে। এ নিয়ে যারা রহিম উদ্দিনের কাছে টাকা পাবে তারা গ্রামের মসজিদে বিচার প্রার্থী হলে গ্রামের সাবেক ইউপি সদস্য রইছ আলী সহ মুরব্বিয়ানগণ রহিমকে টাকা ফেরৎ দেওয়ার জন্য বললে এ নিয়ে রহিম উদ্দিনের গোষ্ঠীর ফরিদ উদ্দিন গংদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গত ১৪ জুলাই উভয় পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে ঝাপিয়ে পড়লে ১২জন গুরুতর আহত হন। এলাকার লোকজন জানান রইছ আলীর পক্ষে লোকজন নিরীহ হওয়ায় প্রতিপ প্রভাবশালী রহিম উদ্দিন গংরা থানায় জামিন অযোগ্য মামলা এফ.আই.আর করে হয়রানি করছে এবং সাজানো টাকা লুটের অভিযোগ দায়ের করে প্রতিপক্ষের লোকজনকে বাড়ী ছাড়া করা হয়েছে। অপরদিকে রইছ আলীর আত্মীয়-স্বজনরা জানিয়েছেন রহিম এফ.আই.আর ভুক্ত আসামী হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের পুলিশ দিয়ে হয়রানী করছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়