ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসচাপায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতেরা হলেন শোভা রাণী দাস (৩৫) ও তার মেয়ে সুবর্ণা রাণী দাস (১১)।
শনিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার বিজয়নগর উপজেলাধীন চান্দুরায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
শনিবার বিকেলে রাস্তা পার হচ্ছিলেন মা-মেয়ে। এ সময় দ্রুতগামী একটি বাস সুবর্ণা ও তার মাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে সুবর্ণা দাস মারা যান। আশঙ্কাজনক অবস্থায় মা শোভা দাসকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
তাদের বাড়ি উপজেলার পত্তন ইউনিয়নে।
চান্দুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সামিউল হক চৌধুরী ওরফে শামীম চৌধুরী মা-মেয়ের মর্মান্তিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।--পরিবর্তন
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়