Thursday, July 4

কানাইঘাটে জেলেদের পরিচয়পত্র প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
 কানাইঘাট উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জেলেদের পরিচয়পত্র প্রদানের গুরুত্বারোপ সম্পর্কে এক উদ্বুদ্ধকরণ সভা আজ সকাল ১১টায় কানাইঘাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌরসভার অন্তর্ভুক্ত প্রকৃত জেলেদের চিহ্নিত করার লক্ষ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র হাজী আব্দুল মালিক। মৎস্য অফিসের সহকারী মোঃ হানিফের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এমএ হান্নান। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলার ফখরুদ্দিন শামীম, কাউন্সিলার শরীফুল হক, হাবিব আহমদ, তাজ উদ্দিন, হাফিজ নুর উদ্দিন, মহিলা প্যানেল মেয়র ফয়জুন নেছা প্রমুখ। সভার শুরুতে মূল বিষয়বস্তুর উপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী হোসেন শামীম। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক ও জেলে সম্প্রদায়ের লোকজনের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে সভায় প্রকৃত জেলেদের চিহ্নিত করে তাদের নিবন্ধন করার মাধ্যমে পরিচয়পত্র প্রদান, তালিকাভুক্ত জেলেদের নাম মৎস্য অফিসে সংরণ, হাওড়-বাওড় জলাশয় জেলেদের জীবিকা নির্বাহের অধিকারের দাবী জানান। মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম জানান, ইতিমধ্যে উপজেলার প্রকৃত জেলেদের নামের তালিকা নিবন্ধন করার জন্য উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার উদ্যোগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অচিরেই মাঠ পর্যায়ে গণনার মাধ্যমে জেলেদের তালিকা তৈরীর কাজ সরকার হাতে নেবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়