Friday, July 12

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে একহাজার ২শ' পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হাকিমকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাব।
শুক্রবার দুপুরে কাজলা নতুন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১০এর সদস্যরা।
র‍্যাব-১০এর এএসপি আ ত ম আবদুল্লাহেল হাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাকিম দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসায়ের সঙ্গে জড়িত।
তিনি জানান, হাকিমের গ্রামের বাড়ি চট্টগ্রামে। তিনি মূলত ইয়াবা ব্যবসার বড় বড় ডিলারদের কাছ থেকে পাইকারী মূল্যে ইয়াবা ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করে থাকে।--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়