Sunday, July 21

ইরাকে বোমা হামলায় নিহত ৬৫

ঢাকা: ইরাকে শনিবার সন্ধ্যায় পৃথক পৃথক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৯০ জন।
 
এ নিয়ে চলতি মাসে নিহতের সংখ্যা ৫শ ২০য়ে গিয়ে দাড়াল।
 
শনিবার দেশটির শিয়া অধ্যুষিত জিদিদায়াহ, কারাদাহ, বাইয়া, শুরতা, তোবচি ও জাফরানিয়াহ এলাকাগুলোতে হামলার ঘটনাগুলো ঘটে বলে পুলিশ জানিয়েছে।
 
বাগদাদের আশেপাশের ওই এলাকাগুলোতে ১২টি গাড়িবোমা এবং একটি রাস্তার ধারে পেতে রাখা বোমা হামলা চালানো হয়। এছাড়া মাদাইনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
পুলিশ বলছে ওইসব বাণিজ্যিক এলাকার সড়কগুলোতে বিস্ফোরক বোঝাই গাড়িগুলো পার্ক করে রাখা হয়েছিল।
 
রোজায় ইফতার শেষে লোকজন যখন চায়ের দোকানগুলোতে বসে আড্ডা দিচ্ছিলো তখনই বোমাগুলো বিস্ফোরিত হয়।
 
শনিবারের এই হামলাটি হচ্ছে ১০ জুনের পর ইরাকের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা। ওই হামলায় ৭৮ জন প্রাণ হারিয়েছিলো।
 
এর মাত্র একদিন আগে গত শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হয়েছিল।
 
সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গিরা শিয়া ও সুন্নী সম্প্রদায়ের মসজিদগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
 
চলতি বছর ইরাকে বিভিন্ন সন্ত্রাসী হামলায় ২ হাজার ৭শ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে বলে এএফপি জানিয়েছে।
 
দেশের চলমান অস্থিরতার বিষয়ে ইরাকের উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতারা নীরব ভূমিকা পালন করছেন।-ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়