Sunday, July 28

অপহরণের ৬ দিন পর শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

বরিশাল: ঢাকার সাভার থেকে অপহরণের ছয় দিন পর তাসলিমা জাহান মীম (৬) নামে এক শিশুকে বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় শিশু অপহরণের অভিযোগে রুবি আক্তার দীপা নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোরে বরিশালের গৌরনদী উপজেলার সাকোকাঠী গ্রামের এমএ হক মোল্লার বাড়ি থেকে মীমকে উদ্ধার করা হয়।

রুবি আক্তার দীপা মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কাগুরা গ্রামের মেহেদী হাসানের স্ত্রী ও এমএ হক মোল্লার নাতনী।

মীম সাভারের দেওগাঁ গ্রামের মাজেদার বাড়ির কেয়ারটেকার আমিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় রাজাশন স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম জানান, গত ২১ জুলাই রুবি আক্তার দীপা নামে এক অসহায় নারীকে নিজের বাসায় আশ্রয় দেন মীমের মা আসমা বেগম। এরপর ২৩ জুলাই কৌশলে দীপা তার মেয়েকে নিয়ে উধাও হন।

এ ঘটনায় ওই দিনগত রাতেই আসমা বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলা দায়েরের পর পুলিশ দীপার মোবাইল ফোনের কললিস্টের সূত্রধরে গৌরনদীর সাকোকাঠী গ্রামের এমএ হক মোল্লার বাড়ি থেকে অপহৃত মীমকে উদ্ধার করে। এ সময় অপহরকারী রুবি আক্তার দীপাকে গ্রেপ্তার করা হয়।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়