Sunday, July 21

তালায় সনদপত্র ও সঞ্চায়ের চেক বিতরণ


তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় াংরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেন্স প্রোগ্রাম (আরইআরএমপি) শীর্ষক প্রকল্পে নিয়োজিত দুঃস্থ মহিলা কর্মীদের সনদপত্র ও সঞ্চায়ের চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে এক আলোচনা সভার মধ্য দিয়ে ওই সনদপত্র ও সঞ্চায়ের চেক বিতরণ করা হয়। 
সাতক্ষীরা জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান এমপি।
তালা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকির হোসেনের পরিচালায় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা এলজিইডি প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনিয়, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু প্রমূখ। এসময় প্রধান অতিথি প্রকল্পে নিয়োজিত ১২০ জন দুঃস্থ মহিলা কর্মী’র হাতে সনদপত্র ও সঞ্চায়ের চেক তুলে দেন। এর প্রতিটি চেকে ওই কর্মীরা ৭২ থেকে ৭৬ হাজার টাকা করে পাবেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়