ঢাকা: প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লি: (সিটিসেল) এর পৃষ্ঠপোষকতায় এবং সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশন ( সাবা) এর তত্ত্বাবধানে ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে সিটিসেল তৃতীয় অনুর্ধ ১৬ (বালক) ফিবা এশিয়া চ্যাম্পিয়নশীপ দক্ষিন এশিয়া অঞ্চলের বাছাই পর্বের দ্বিতীয় দিনের ১ম খেলা ভারত ও নেপাল এর মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ভারত ৯২-২২ পয়েন্টে নেপালকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ভারত ৪১-১৫ পয়েন্টে এগিয়েছিল।
ভারত এর Singh.M-27 & Sunil-12 এবং নেপাল এর Anish-11 & Baniya-06 পয়েন্ট স্কোর করে। ৫ জুলাই শেষদিনের ১ম খেলা মালদ্বীপ বনাম নেপাল এবং দ্বিতীয় খেলা বাংলাদেশ বনাম ভারত এর মধ্যে অনুষ্ঠিত হবে।
ডিনিউজবিডি/সোহেল
ভারত এর Singh.M-27 & Sunil-12 এবং নেপাল এর Anish-11 & Baniya-06 পয়েন্ট স্কোর করে। ৫ জুলাই শেষদিনের ১ম খেলা মালদ্বীপ বনাম নেপাল এবং দ্বিতীয় খেলা বাংলাদেশ বনাম ভারত এর মধ্যে অনুষ্ঠিত হবে।
ডিনিউজবিডি/সোহেল
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়