শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাধবপুর গ্রাম থেকে ভারতীয় প্লাটিনা হুইসকি এমসি ডুয়েল নামে ১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করে। তবে মাদক বিক্রেতাকে আটক করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকা মাধবপুর, কর্ণঝোড়া, হারিয়াকোনা, লাউচাপড়াসহ প্রায় ২৫টি এলাকা দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য আসছে। পুলিশ ও বিজিবি মাঝে মধ্যে অভিযান চালিয়ে গুটি কয়েক বোতল উদ্ধার করছে। কিন্তু ভারত থেকে শত শত বোতল মাদকদ্রব্য পাচার হচ্ছে শ্রীবরদী পৌর শহরসহ দেশের বিভিন্ন এলকায়।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সেখানে যাওয়া মাত্রই দুর্বত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য রেখে পালিয়ে যায়। এ সময় ভারতীয় প্লাটিনা হুইসকি এমসি ডুয়েল নামে ১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।--ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়