ঢাকা : ইরাকে পৃথক জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ২৫ সদস্যসহ ৪০ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদের উত্তর পশ্চিমে অবস্থিত হাদিথাহ ও বাইজি এলাকার মধ্যবর্তী সড়কে বন্দুকধারীদের হামলায় ২৫ সেনা নিহত হয়। এদের মধ্যে ১১ জন দেশের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা প্রহরার কাজে নিযুক্ত ছিল।
বাগদাদের উত্তর পশ্চিমের মুকদাদিয়াহ এলাকায় গাড়ি বোমাবোমা হামলায় নিহত হয় ১০ শিয়া। নিহতরা সবাই একই পরিবারের। তারা এক শোকসভায় অংশ নেয়ার সময় গাড়িবোমাটি বিস্ফেরিত হয়। হামলায় আহত হয় আরো ২২ জন।
তিরকিতে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয় তিন পুলিশ। এতে আহত হয় আরো পাঁচ জন। আনবার প্রদেশের কালাদিয়া শহরে জঙ্গিরা এক পুলিশ স্টেশনের ওপর হামলা চালালে চার পুলিশ নিহত এবং আরো আট জন আহত হয়। এ সময় পুলিশের গুলিতে এক হামলাকারীও প্রাণ হারায় বলে জানা যায়।।
দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতায় চলতি বছর ইতিমধ্যেই ২৫শ মানুষ প্রাণ হারিয়েছে। এ মাসেই মারা গেছে ২৪০ জনেরও বেশি।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়