Wednesday, July 24

সিরিয়ায় বৃহত্তর স্বায়ত্বশাসনের পথে কুর্দিরা: হুঁশিয়ারি তুরস্কের

ঢাকা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাউদওগ্লু বলেছেন, সিরিয়ায় কুর্দিদের স্বায়ত্বশাসিত অঞ্চল মেনে নেয়া হবে না। পোল্যান্ড সফরকালে তিনি এ কথা বলেছেন। দাউদওগ্লু আরো বলেছেন, সিরিয়ায় নির্বাচিত সংসদ ও চূড়ান্ত রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কুর্দিদের কোনো ধরনের স্বায়ত্বশাসনকে তুরস্ক মেনে নেবে না।’ এর ফলে সিরিয়ায় সংকট গভীরতর হবে বলে আশংকা প্রকাশ করেন দাউদওগ্লু। তিনি বলেন, শুধু তুরস্ক নয় বরং সিরিয়ারও কোনো সংগঠন তা মেনে নেবে না।

তুরস্কের মিডিয়ায় এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছে, সিরিয়ার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র শাখা ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) একটি অস্থায়ী স্বায়ত্বশাসিত সরকার গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। গত সোমবার তুর্কি উপ-প্রধানমন্ত্রী বুলেন্ত এরিঞ্চ বলেছেন, সিরিয়ার ভৌগলিক অখণ্ডতার প্রতি তার দেশের সমর্থন রয়েছে। তবে পিওয়াইডি’র নেতা সালিহ মুসলিম মোহাম্মদ বলেছেন, কুর্দিরা নিজস্ব সরকার গঠন বা সিরিয়া থেকে বিচ্ছিন্ন হতে চায় না।

২০১২ সালে সিরিয়ার সরকার কুর্দিদেরকে সীমিত পর্যায়ে স্বায়ত্বশাসন দিয়েছে। তারই ভিত্তিতে কুর্দিরা এখন নিজেরাই নিজেদের এলাকার নিরাপত্তা নিয়ন্ত্রণ করছে। গত কয়েক মাস ধরেই সিরিয়ার কুর্দি যোদ্ধারা বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এর ফলে সিরিয়ার সরকারের সঙ্গে কুর্দিদের সুসম্পর্ক গড়ে ওঠেছে। এ কারণে কুর্দিরা ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে আরো সুযোগ-সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়