Friday, July 26

কানাইঘাটে ছাত্রলীগের ইফতার মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

কানাইঘাট উপজেলা ছাত্রলীগের বিধান সাহ সমর্থিত কাশ্মীর গ্রুপের উদ্যোগে গত বুধবার বিকেল ৪টায় কানাইঘাট ডাক বাংলা প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমানের যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা অর্জনে যাত্রা উপলক্ষ্যে এক সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা মোঃ রুমান আহমদের সভাপতিত্ত্বে ও মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা মোঃ মাশেব আহমদ এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক মোঃ জামাল উদ্দিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ‘ল’ কলেজ ছাত্রলীগ সভাপতি এম. মোস্তাক আহমদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা যুবলীগ নেতা মোঃ হারিছ আহমদ, সাংবাদিক নিজাম উদ্দিন, সংবর্ধিত অতিথি আব্দুল্লাহ আল নোমান। বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা তৌহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম, এমাদুর রহমান, ইমরান আহমদ, আহমেদুল কবির মান্না, মামুনুর রশিদ, সুমন আহমদ, আতাউর রহমান, কামরুল ইসলাম, জেকশন আহমদ, যুবলীগ নেতা সরয়ার আহমদ, ছাত্রলীগ নেতা মঞ্জুর আহমদ, কামরান আহমদ, আবুল হোসেন, আখতার হোসেন, তোহিন আহমদ, যুব নেতা বিলাল আহমদ, লোকমান হোসেন, ইমাম উদ্দিন, আশিকুর রহমান, আহেদুর রহমান, কয়ছর আহমদ, আসহাব উদ্দিন, আসাদ আহমদ, রুবেল আহমদ, মাসুম আহমদ, নজরুল ইসলাম, রাশেদুল ইসলাম। 
প্রধান অতিথি অধ্যক্ষ সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আপনারা সকল ধরনের গ্রুপিং লোভিং ভূলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান উচ্চ শিক্ষা অর্জনে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছে, আমি তাকে দোয়া করি। সে যেন লেখাপড়া করে ভাল মানুষের মতো মানুষ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসে। প্রধান বক্তা এম. মোস্তাক আহমদ তার বক্তব্যে বলেন, পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমাদের সকলেরই উচিৎ ভালো কিছু করে যাওয়া। ভালো কিছু করতে পারলে মানুষ আজীবন স্মরণ করবে। ছাত্রলীগের ইতিহাস বাঙ্গালী জাতীর এক গৌরবউজ্জ্বল ইতিহাস। ছাত্রলীগ সন্ত্রাসী, চাঁদাবাজী, রাজনীতিতে বিশ্বাসী নয়, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। ছাত্রলীগের প্রত্যেক কর্মীদেরকে ভালো করে লেখাপড়া করে সু-শিক্ষায় শিক্ষিত হবে। ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ছাত্রলীগের রাজনীতির এক নন্দিত ছাত্রনেতা ছিল। সে উচ্চ শিক্ষা অর্জনে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, তার এই ক্ষুদ্র রাজনীতির জীবনকে দীর্ঘ রাজনীতিক জীবনে রূপান্তরিত হয়েছে বলে আমি মনে করি। আমার বিশ্বাস বাংলাদেশে যেভাবে সে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল, ঠিক তেমনিভাবে সূদুর যুক্তরাষ্ট্রেও গিয়ে সে লেখাপড়ার পাশাপাশি আমাদের ছাত্রলীগের এক উদিয়মান সৈনিক হিসাবে কাজ করবে। উক্ত সভায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন যুবলীগ নেতা মোঃ সরওয়ার আহমদ। সভায় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়