Saturday, July 6

মিশরে মুরসি ও বিরোধীদের সংঘর্ষে নিহত ৪২

ঢাকা : মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি ও তার বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত ও ৪০০ ব্যক্তি আহত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর থেকে এ সংঘর্ষ শুরু হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। রাজধানী কায়রো ও আলেকজান্দ্রিয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার সন্ধ্যায় ইখওয়ানুল মুসলিমিনের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদিয়ি রাজধানী কায়রোর একটি মসজিদে আকস্মিকভাবে উপস্থিত হয়ে হাজার হাজার সমর্থকের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি ঘোষণা করেন, মুরসিকে ক্ষমতা ফিরিয়ে না দেয়া পর্যন্ত ইখওয়ানের সমর্থকরা ঘরে ফিরে যাবে না।

তার এ ঘোষণার পর মুরসির সমর্থকরা রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের দিকে অগ্রসর হয়। টেলিভিশন ভবনের কাছেই ঐতিহাসিক তাহরির স্কয়ার অবস্থিত, যেটি গত প্রায় দু`সপ্তাহ যাবত মুরসি বিরোধীদের দখলে রয়েছে।

মুরসি সমর্থকরা তাহরির স্কয়ারের দিকে অগ্রসর হলে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। সেখান থেকে বিবিসি’র একজন সংবাদদাতা জানিয়েছেন, দু’পক্ষ একে অপরের দিকে পাথর, বোতলসহ বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে।
একপর্যায়ে সেনাবাহিনী মোহাম্মদ মুরসির সমর্থকদের ধাওয়া করে দূরে সরিয়ে দেয়।

এর কয়েক ঘন্টা আগে মুসলিম ব্রাদারহুডের কয়েক হাজার সমর্থক বিক্ষোভ মিছিল বের করে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে। সেই মিছিল কায়রোতে একটি সামরিক ঘাঁটির দিকে যাওয়ার সময় সেনাবাহিনীর গুলিতে তিনজন নিহত হওয়ার অভিযোগ ওঠে।

গত বুধবার রাতে সামরিক বাহিনীর হস্তক্ষেপে উৎখাত হন মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। একই সঙ্গে মিশরের সংবিধানকে স্থগিত করে সেনাবাহিনী।

সংবাবিধানিক আদালতের প্রধান আদলি মাহমুদ মানসুর নতুন অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেন। শপথ নিয়ে দ্রুত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের ঘোষণা দেন তিনি। তবে নির্বাচনের কোন নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করেননি।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়