নিজস্ব প্রতিবেদক:
সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনার এক আদেশে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই কে গত বুধবার প্রত্যাহার করে সিলেট ডিবি পুলিশের শাখায় বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ সুপারের আদেশে সিলেট রেঞ্জের সুনামগঞ্জ সদর থানার ওসি মোঃ আব্দুল আওয়াল চৌধুরীকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়। আজ নতুন ওসি মোঃ আব্দুল আওয়াল চৌধুরী থানায় যোগদান করেছেন। প্রায় সাড়ে ৯মাস ওসি আব্দুল হাই কানাইঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মস্থলে থাকার সময় উপজেলায় বড় ধরনের কোন অপরাধ কর্মকান্ড সংগঠিত হয় নি। বিশেষ করে ডাকাতি, চুরির মত অপরাধ দমনে এবং মাদকের বিরুদ্ধে তার কঠোর ভূমিকায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বেশ ভালো ছিল। বিভিন্ন সূত্রে জানা গেছে সরকার দলীয় স্থানীয় নেতাদের অন্তদন্দ্বের কারনে সম্প্রতি সদ্য বদলিকৃত ওসি আব্দুল হাইকে কয়েকবার বদলির চেষ্টা করা হয়। অবশেষে গত বুধবার তাঁকে সিলেট ডিবি পুলিশের ওসি হিসেবে বদলি করা হয়। এদিকে কানাইঘাট থানার নবাগত ওসি আব্দুল আওয়াল চৌধুরী দায়িত্ব পালনকালে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়নে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।
উত্তেজনা
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
হটাত করে ওসি কে কেন পরিবর্তন তা থ ভাল করে এ বোজা যাচে
ReplyDelete