Saturday, July 20

ঈদের পর যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর শুরু : ইনু

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া এবং জামাত ও রাজাকাররা যতই ষড়যন্ত্র করুক না কেনো যুদ্ধপরাধীদের বিচার আটকাতে পারবেন না। ঈদের পর যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর শুরু হয়ে যাবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইনু বলেন, জামায়াতকে জঙ্গিবাদি ও সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে এই দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।

তিনি বলেন, ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে ক্যান্টনমেন্টকে কসাইখানা বানিয়েছিলেন। সেদিন ক্যাট ন্টনমেন্টে কি ঘটিছিল তা বের করতে একটি কমিশন গঠন করতে হবে। তাহের হত্যার নায়ক এবং খলনায়ক ছিলেন জিয়াউর রহমান। সেদিনের সেনা  অফিসার হত্যার সাথে জড়িত জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের আওতায় আনা হবে। 

হুমায়ূণ কবির মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, আবদুল হাই, ব্যারিস্টার জাকির হোসেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য মীর হোসেন আক্তার প্রমুখ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়