Tuesday, July 9

শেরপুরে মা’কে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

শেরপুর: মাকে হত্যার অভিযোগে এক কলা ব্যবসায়ী পাষন্ড ছেলেকে গ্রেফতার করা হয়েছে শেরপুরে। মঙ্গলবার ভোরে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আমেতন বেগম (৪২) পৌর শহরের কামারিয়া  গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ছেলে আমেজ উদ্দিনের (২৫) সঙ্গে দেড় কাঠা জমির হিস্যা নিয়ে মায়ের বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে আমেজ মাকে মারধর করে। এসময় আমেতন কান্না-কাটি করে বাড়ীর পাশেই শেখহাটি বাজারে এসে লোকজনকে ঘটনাটি জানিয়ে বাড়ী চলে যায়। মঙ্গলবার সকাল থেকে শোবার ঘরের দরজা বাইরে থেকে তালা দেয়া থাকায় প্রতিবেশিদের সন্দেহ হয়। দুপুরে আমেজ তার মা মারা গেছে বলে সবাইকে জানায়। খবর পেয়ে বিকেলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম বলেন, সূরতহালে দেখা গেছে নিহতের মাথায় বালিশের তুলা লাগানো ছিল। স্থানীয়ভাবে শোনা গেছে, মা এবং ছেলের মধ্যে জমি নিয়ে মতবিরোধ ছিল। ময়না তদন্তে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার সাথে জড়িত  সন্দেহে নিহতের বড় ছেলে আমেজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়