লন্ডন: তত্ত্বাবধায়ক সরকার অধীনেই আগামী নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গতানুগতিক সরকার ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গুরুত্ব দিতে হবে আধুনিকতাকে এবং অভিনবত্বকে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে রাজনৈতিক সংস্কৃতির পরিরর্তন আনতে হবে।
বুধবার লন্ডনের গুমান হোটেলের ইফতার অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গত পাঁচ বছর ধরে লন্ডনে অবস্থানকালে তারেক জিয়া দলের প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তৃতীয়বারের মতো যোগ দেন। দেশকে এগিয়ে নিতে কি করণীয় সে সম্পর্কে নিজের ভাবনা তুলে ধরেন তারেক।
তিনি বলেন, আমাদের গড়ে তুলবে হবে একটি সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের এগিয়ে যেতে হবে বহু দূরে। এই অগ্রযাত্রার গতি হতে হবে দ্রুত। লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট। অতীতমুখী নয়, আমাদের চেতনা ও দায়বদ্ধতা হতে হবে ভবিষ্যতে। গতানুগতিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে কিন্তু ভবিষ্যৎ আমাদের খুব উজ্জ্বল নয়।
কৃষি ক্ষেত্রে ভর্তুকি বাড়ানোর কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, 'কৃষিকাজে ব্যবহৃত প্রধান তিন উপাদান চারা ও বীজ, সার ও কীটনাশক, সরঞ্জামের আমদানি ও বিতরণ ব্যবস্থার পুনর্বিন্যাসের পক্ষে অবস্থান নিতে হবে।'
উৎপাদন মূল্যের সঙ্গে ১০-১৫ শতাংশ লাভ ধরে বিক্রয় মূল্যের বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। স্বাধীন কৃষিবান্ধব মূল্য নির্ধারণ কমিশন গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শিক্ষা ক্ষেত্রে সৃজনশীলতার বিকাশে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি পুনঃমূল্যায়নের সময় এসেছে বলে মনে করেন তারেক।
বিষয়ভিত্তিক শিক্ষার পদ্ধতি এবং পাঠ্যসূচিতে নতুন নতুন বিষয় যোগ করার কথা বলেন তিনি। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে কারিগরি শিক্ষার প্রসারের ওপর জোর দেন। শিক্ষার্থীদের ইংরেজির পাশাপাশি চীনা, ফরাসিসহ আরো ভাষা শিক্ষার প্রয়োজন রয়েছে বলেও তিনি মনে করেন।
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে তথ্যপ্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব দেন তিনি। সংগঠনের সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদসহ প্রবাসী বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন।--
ডিনিউজ
বুধবার লন্ডনের গুমান হোটেলের ইফতার অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গত পাঁচ বছর ধরে লন্ডনে অবস্থানকালে তারেক জিয়া দলের প্রকাশ্য কোনো অনুষ্ঠানে তৃতীয়বারের মতো যোগ দেন। দেশকে এগিয়ে নিতে কি করণীয় সে সম্পর্কে নিজের ভাবনা তুলে ধরেন তারেক।
তিনি বলেন, আমাদের গড়ে তুলবে হবে একটি সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের এগিয়ে যেতে হবে বহু দূরে। এই অগ্রযাত্রার গতি হতে হবে দ্রুত। লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট। অতীতমুখী নয়, আমাদের চেতনা ও দায়বদ্ধতা হতে হবে ভবিষ্যতে। গতানুগতিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে কিন্তু ভবিষ্যৎ আমাদের খুব উজ্জ্বল নয়।
কৃষি ক্ষেত্রে ভর্তুকি বাড়ানোর কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, 'কৃষিকাজে ব্যবহৃত প্রধান তিন উপাদান চারা ও বীজ, সার ও কীটনাশক, সরঞ্জামের আমদানি ও বিতরণ ব্যবস্থার পুনর্বিন্যাসের পক্ষে অবস্থান নিতে হবে।'
উৎপাদন মূল্যের সঙ্গে ১০-১৫ শতাংশ লাভ ধরে বিক্রয় মূল্যের বাজার ব্যবস্থা তৈরি করতে হবে। স্বাধীন কৃষিবান্ধব মূল্য নির্ধারণ কমিশন গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শিক্ষা ক্ষেত্রে সৃজনশীলতার বিকাশে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি পুনঃমূল্যায়নের সময় এসেছে বলে মনে করেন তারেক।
বিষয়ভিত্তিক শিক্ষার পদ্ধতি এবং পাঠ্যসূচিতে নতুন নতুন বিষয় যোগ করার কথা বলেন তিনি। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে কারিগরি শিক্ষার প্রসারের ওপর জোর দেন। শিক্ষার্থীদের ইংরেজির পাশাপাশি চীনা, ফরাসিসহ আরো ভাষা শিক্ষার প্রয়োজন রয়েছে বলেও তিনি মনে করেন।
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে তথ্যপ্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব দেন তিনি। সংগঠনের সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদসহ প্রবাসী বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে যোগ দেন।--
ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়