Friday, July 19

রাবি ছাত্রলীগের কাউন্সিল শনিবার

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৪তম কাউন্সিল শনিবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত হবে। কাউন্সিল আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী এক বছরের দলের নেতৃত্বের হাল কার হাতে অর্পিত হবে তা আজই নির্ধারিত হবে। এনিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা। 
দলীয় সূত্রে জানা যায়, গত বৃহসপতিবরা সন্ধ্যা পযর্ন্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের জন্য ফরম জমা দিয়েছেন ৪০জন। এদের মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম জোর শোনা যাচ্ছে তারা হলেন সাবেক ছাত্রলীগ নেতা মাজেদুল ইসলাম অপু, বর্তমান কমিটির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক এমবি আমিন, তৌহিদ আল তুহিন, ফিরোজ মাহমুদ, সাইদুল ইসলাম রুবেল, উপ-দফতর সম্পাদক আতিকুর রহমান সংগঠনিক সম্পাদক জহিরুল হক জাকির, শের-ই-বাংলা হল সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, মাদর বখশ হল সভাপতি জোবায়ের ইবনে তানিম, সাহিত্য বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, শিক্ষা সম্পাদক মিজানুর রহমান রানা, সোহরওয়ার্দী হল শাখার সাধরণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রুণু, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মিনারুল ইসলাম, ছাত্র নেতা শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়