Saturday, July 6

নিজ কেন্দ্রেই হারলেন আজমত!

:: গাজীপুর প্রতিনিধি ::
গাজীপুর সিটি নির্বাচনে নিজের কেন্দ্রে হেরে গেছেন দোয়াত-কলম প্রতীকে ১৪ দলের মনোনীত প্রার্থী আজমত উল্লা খান। লিটল ফ্লাওয়ারস কিন্ডারগার্ডেন স্কুল কেন্দ্রে তিনি পরাজিত হয়েছেন। 
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যাপক এমএ মান্নান এগিয়ে আছেন। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ঘোষিত ৪২ কেন্দ্রের ফলাফলে টেলিভিশন প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৭ হাজার ৩১৮ ভোট।
অন্যদিকে, দোয়াত-কলম প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা পেয়েছেন ২১ হাজার ২৭ ভোট।
শনিবার বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের সব চেয়ে বড় এই সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ সম্পন্ন হয়।(পরিবর্তন)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়