বেনাপোল(যশোর) : বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত পথে রবিবার বিকালে অবৈধভাবে বাংলাদেশ-ভারত যাতায়াতের সময় ৩৬ নারী,শিশু ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।
খুলনা ২৩ ব্যটালিয়নের বেনাপোল পোর্ট থানার পুটখালী বিজিািব ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল হক জানান, পুটখালী এলাকা থেকে বিজিবির একটি টহল দল রোববার বিকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ৩৬ জন বাংলাদেশি নারী, শিশু ও পুরুষকে আটক করেছে। আটককৃতদের সন্ধ্যার সময় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ি গোপালগঞ্জ,ফরিদপুর,বাগেরহাট,নড়াইল,খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক এসআই আব্দুল আজিজ জানান,অবৈধ পথে ভারত-বাংলাদেশ যাতায়াতের সময় বিজিবি সদস্যরা ৩৬ নারী,শিশু ও পুরুষকে আটক করে থানায় সোপর্দ করেছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়