ঢাকা : শুক্রবার রাতে ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের এক চায়ের দোকানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে।
কিরকুকের ওয়াহেদ হুজেইরান এলাকার এক চায়ের দোকানে আত্মঘাতী বোমা হামলার ৩১ জন প্রাণ হারায়। গতকাল ইফতার শেষে রোজাদাররা সেখানে জমা হয়েছিল। এ সময় এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় দোকানটিও পুরোপুরি বিধ্বস্ত হয়।
এর আগে বৃহস্পতিবার গোটা ইরাক জুড়ে চালানো বিভিন্ন হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছিল।--ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়