ঢাকা: ২৪ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ হকি। খাজা রহমত উল্লাহর নেতৃত্বে শনিবার হকি ফেডারেশনের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার দিনেই এই ক্যাম্পের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
২৫ সদস্যের দল: জাহিদ হোসেন, অসিম গোপ, সাকিদুর রহমান সিটুল, মামুনুর রহমান চয়ন, খোরশেদুর রহমান, মশিউর রহমান বিপ্লব, ইমরান হাসান পিন্টু, রোকনুজ্জামান সোহাগ, তাপস বর্মন, মো: ফরহাদ আহমেদ শিতুল, ইরফানুল হক, আব্দুল্লাহ আল মনসুর, কামরুজ্জামান রানা, শেখ মো: নান্নু, সারোয়ার হোসেন জুনিয়র, আব্দুল মালেক, সাব্বির রানা, সোয়েব আলী, রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষিসা মিমো, কৃষ্ণ কুমার, মাইনুল ইসলাম কৌশিক, হাসান যুবায়ের নিলয়, মো: রুবেল হোসেন ও রুম্মান সরকার।
ডিনিউজবিডি/সোহেল
২৫ সদস্যের দল: জাহিদ হোসেন, অসিম গোপ, সাকিদুর রহমান সিটুল, মামুনুর রহমান চয়ন, খোরশেদুর রহমান, মশিউর রহমান বিপ্লব, ইমরান হাসান পিন্টু, রোকনুজ্জামান সোহাগ, তাপস বর্মন, মো: ফরহাদ আহমেদ শিতুল, ইরফানুল হক, আব্দুল্লাহ আল মনসুর, কামরুজ্জামান রানা, শেখ মো: নান্নু, সারোয়ার হোসেন জুনিয়র, আব্দুল মালেক, সাব্বির রানা, সোয়েব আলী, রাসেল মাহমুদ জিমি, পুস্কর ক্ষিসা মিমো, কৃষ্ণ কুমার, মাইনুল ইসলাম কৌশিক, হাসান যুবায়ের নিলয়, মো: রুবেল হোসেন ও রুম্মান সরকার।
ডিনিউজবিডি/সোহেল
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়