কক্সবাজার: গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য ‘আরলি রিকভারি প্রকল্প’র অধীনে ত্রাণ বিতরণের নামে রেডক্রিসেন্ট কক্সবাজার জেলা কমিটির একটি চক্র সদরের পিএমখালী সহ বিভিন্ন এলাকার লোকজন থেকে মাথাপিছু ৩ হাজার টাকা হারে টাকা আদায় করছে। শেষে গরীর, অসহায়, দুঃস্থরা ত্রাণও পায়নি, তাদের প্রায় ৯ লাখ টাকাও আত্মসাৎ করা হয়েছে। এখন টাকা ফেরৎ চাইলে আসছে প্রাণ নাশের হুমকি। এ ঘটনায় কক্সবাজার মডেল থানায় প্রতারক পিতা ও পুত্র সহ তিন জনের বিরুদ্ধে থানায় এজাহার করে এখন বাদী হয়ে পড়েছেন চরম নিরাপত্তাহীন। রাজনৈতিক দলের প্রভাব খটিয়ে গরীর লোকজনকেও হুমকিতে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রেডক্রিসেন্টের কক্সবাজার শাখা বেশ কিছুদিন ধরে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করে আসছে।
কক্সবাজার সদর মডেল থানা সুত্রে জানা গেছে, সদরের দরগাপাড়া খরুলিয়া এলাকার বাসিন্দা ও কবির হোছনের পুত্র জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য ওসমান সরওয়ার আলমসহ আরো কয়েকজন মিলে নিরীহ জনগণের সাথে চরম ভাবে প্রতারণা করে ।
সুত্রে আরো জানা গেছে, ‘আরলি রিকভারি প্রকল্প’র অধীনে বন্যায় ক্ষতিগ্রস্থ ,বয়স্ক, কাজের বিনিময়ে টাকা ও প্রশিক্ষণের মাধ্যমে টাকা সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার নামে স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয়দানকারী ওসমান সরওয়ার ও তার পিতা কবির হোসেন মিলে কার্ড বিতরণের নামে টাকা আদায়ের জন্য গত ২৫ ফেব্রুয়ারী রমজান নামের এক যুবককে ম্যানেজার নিয়োগ করে। এই ম্যানেজার রমজান মাধ্যমে সদরের পিএমখালী ইউনিয়নের অন্তত তিনশতাধিক নারী পুরুষের কাছ থেকে কার্ডের নামে ৯ লক্ষাধিক টাকা উত্তোলণ করেন। গরীব, অসহায় ও দুঃস্থ নারী পুরুষ চড়া সুদে টাকা নিয়ে এমনকি বাড়ীর প্রয়োজনীয় জিনিষপত্র বিক্রি করেও অনেকে টাকা দেন রমজানকে। আর এই রমজান উত্তোলিত ৯ লাখ টাকা কবির হোসেন ও তার পুত্র ওসমান সরওয়ারের হাতে দেন। কিন্তু পরবর্তীতে টাকা গুলো আত্মসাৎ করে ফেলেন তারা।
পিএমখালী ইউনিয়নের জুমছড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. রমজান (২২) জানান, লোকজনের কাছ থেকে উত্তোলিত ৯ লাখ টাকা কবির হোসেন ও তার পুত্র ওসমান সরওয়ার এবং ইতোপূর্বে কাডর্ বিলিকারী খরুলিয়া দরগাপাড়ার খুইল্যা মিয়ার ছেলে জয়নাল আত্মসাৎ করেন।
তিনি আরো জানান, গরীর লোকজন কার্ডের জন্য আমাকে চাপ সৃষ্টি করলে বিষয়টি তাদের অবহিত করি। কিন্তু তারা কার্ডতো দেয়ই নাই, টাকা ফেরৎ দেয়ার কথা বললে তারা উল্টো আমাকে প্রাণ নাশ সহ বিভিন্ন হুমকি দেন।
এ ঘটনায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে ৯ লাখ টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগে গত ৩০ জুন কক্সবাজার মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারটি বর্তমানে থানায় অপারেশন কর্মকর্তা তদন্ত করছেন বলে জানান তিনি।
এব্যাপারে কবির হোসেন ও তার পুত্র ওসমান সরওয়ারের সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি রাজনৈতিক প্রতিপক্ষের মিথ্যা প্রচারণা বলে দাবী করেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়