Saturday, July 13

বঙ্গবন্ধু গোল্ড কাপ সেপ্টেম্বরে করার প্রচেষ্টা বাফুফের

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এটা বেশ পুরোনো খবর। দীর্ঘ দিন  ধরে চেষ্টা করে যাচ্ছেন বাফুফে সভাপতি কাজী সালাঊদ্দিন । কিন্তু এই প্রতিযোগিতার জন্য তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। তাই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ৮টি আমন্ত্রিত দেশে সফরে যাচ্ছেন। তবে আসছে সেপ্টেম্বরে আটটি দল নিয়েই শুরু করতে চায়  বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেয়া হয়েছে। আমন্ত্রণ পাওয়া কাতার, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, ইয়েমেন, নেপাল, থাইল্যান্ড ও পাকিস্তানের মধ্যে এখনো পর্যন্ত শুধু নেপাল বঙ্গবন্ধু গোল্ড কাপে অংশ নেয়ার সম্মতি জানিয়ে চিঠি দিয়েছে। কুয়েত ও থাইল্যান্ড অংশ নিতে রাজি, তবে প্রতিযোগিতা পিছিয়ে দেয়ার অনুরোধ জানিয়েছে দেশ দুটো। অন্যরা এখনো কিছু জানায়নি। নির্বাহী কমিটির সভায় বাফুফের নতুন বর্ষপঞ্জিরও অনুমোদন হওয়ার কথা ছিল। প্রিমিয়ার লিগের কাঠামোতে পরিবর্তন এনে নতুন একটি বর্ষপঞ্জি তৈরি করেছে বাফুফে। তবে শনিবারের সভায় তা অনুমোদন হয়নি। ২২ জুলাই আহ্বান করা সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
বাফুফে ভবনে অনুষ্ঠিত এই সভা শেষে জানানো হয়, অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ১৭ জুলাই নেপালের উদ্দেশে রওনা হবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দল। বাফুফে সদস্য মোহাম্মদ ইলিয়াস হোসেন ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন। ২২ জুলাই দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দলের থাইল্যান্ড সফরও নিশ্চিত করা হয়েছে। এছাড়া কিংস কাপ খেলতে ১৮ জুলাই ভুটানের পথে রওনা দিবে ঘরোয়া ক্লাব বিজেএমসি ও আরামবাগ। কিংস কাপে ২০ জুলাই ইয়েদজিনের মুখোমুখি হবে আরামবাগ। তিনদিন পর স্থানীয় থিম্পু সিটিকে মোকাবিলা করবে বিজেএমসি।

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়