ঢাকা: কোনোভাবেই দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন হতে দেয়া হবে না। তত্ত্বাবধায়কের দাবি মানতে বাধ্য করতে ঈদের পর কঠোর কর্মসূচি দেয়া হবে। এসব আন্দোলন কর্মসূচিতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে।
রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস-উত্তর) আয়োজিত আলোচনা সভায় এ কথা বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মওদুদ।
মওদুদ আহমদ বলেন, ‘দেশের মানুষ ব্যালটের মাধ্যমে নতুন সরকার আনতে চায়, এই সরকারের পরিবর্তন চায়। কোনো দলীয় সরকারের অধীনে ১৮ দল নির্বাচন হতে দিবে না। যার যা কিছু আছে তাই নিয়ে ঈদের পর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’
তিনি বলেন, ‘ঈদের পর কঠোর কর্মসুচি দেয়া হবে, সরকার চূড়ান্ত পর্যায়ে গিয়ে তত্ত্বাবধায়কের দাবি মানতে বাধ্য হবে।’
সরকার সাড়ে চার বছরে যে পাপ করেছে, দুর্নীতি করেছে, দেশের অবনিত ঘটিয়েছে তার জন্য সুষ্ঠু নির্বাচন চায় না বলে মন্তব্য করেন মওদুদ। তিনি বলেন, ‘পাঁচ সিটি নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে তাতে তারা উপলদ্ধি করতে পেরেছে নিরপেক্ষ সরকারের অধীনে আওয়ামী লগের ভরাডুবি হবে।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, ‘সরকার যদি সমঝোতার পথে না আসে যদি সংঘাতের পথে যায় তাহলে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।’
জাসাস ঢাকা মহানগরের (উত্তর) সভাপতি মীর সানাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো দেন- বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সভাপতি এমএ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, জাসাসের সহ সভাপতি বাবুল আহম্মেদ প্রমুখ।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়