Friday, July 19

নিজের গুলিতে পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

ছিনতাইকারীদের ধরতে গিয়ে নিজের ছোঁড়া গুলিতে রমনা থানার পুলিশ কনস্টেবল মাহবুব আলম (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। তার কনস্টেবল ব্যাচ নম্বর ১৯৪৩৭।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রমনা এলাকার সবজিবাগান রোডে টিঅ্যান্ডটি অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি পুলিশ।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান, পুলিশের একটি দল রাত আড়াইটার দিকে ওই এলাকায় টহল দেয়। এ সময় একটি প্রাইভেটকারকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনক মনে হলে তা থামানোর চেষ্টা করেন। কিন্তু ছিনতাইকারীরা গাড়িটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ কনস্টেবল মাহবুব আলম গুলি ছুঁড়লে প্রাইভেটকারের দুই চাকার মাঝে থাকা স্টিলের পাতে বাধা পেয়ে ফিরে এসে তার শরীরে বিদ্ধ হয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে রাত সাড়ে তিনটার দিকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, "গাড়িসহ তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোবাইল, দুইটি চাপাতি, ভ্যানিটি ব্যাগ, তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।"--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়