Monday, July 8

রাত ৮টার পর মার্কেট খোলা রাখা যাবে রমজানে

ঢাকা : রমজান মাসে রাত ৮টার পরও বিপণীবিতান খোলা রাখা যাবে।
 
তবে এক্ষেত্রে নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
 
সোমবার বিকেলে রাজধানীর মালিবাগে ঢাকা বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের (ডিপিডিসি) একটি উপকেন্দ্র উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের একথা বলেন।
 
মঙ্গলবার চাঁদ দেখা যাওয়া সাপেক্ষে বুধবার থেকে রমজান মাস শুরু হওয়ার কথা।
 
রমজানে সেহরি, ইফতার ও তারাবির সময় সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে বলেও এসময় আবার জানান তৌফিক-ই-ইলাহী।
 
এর আগে রোববার বিদ্যুৎ ভবনে দোকান মালিক নেতাদের সঙ্গে সরকার পক্ষের এক বৈঠকে ১১ রোজা থেকে রাত ৯টার পরও দোকান খোলা রাখা যাবে বলে সিদ্ধান্ত হয়।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়