ঢাকা : ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন, চলতি ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পন্যের শুল্কমুক্ত সুবিধা (জিএসপি) পুনর্বহালের বিষয়ে শুনানি।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব ও শ্রম সচিবদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মজিনা বলেন, জিএসপি নিয়ে আলোচনা করতেই আমি সচিবদের সঙ্গে বৈঠক করেছি। এ বিষয়ে বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের দাবির সাথে কতটা সঙ্গতি রেখে এগুচ্ছে তা জানতেও এ বৈঠক হয়েছে।
শনিবার ওয়াশিংটনে তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান এ রাষ্ট্রদূত।
তিনি বলেন, বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে যেন আর দুর্ঘটনা না ঘটে; সেদিকে নজর দিতে হবে। বিশেষ করে রানা প্লাজা, তাজরিন ফ্যাশনের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি যুক্তরাষ্ট্র দেখতে চায় না। তাই যুক্তরাষ্ট্রের দেয়া কর্মপরিকল্পনা বাংলাদেশকে মেনে চলতে হবে। পাশাপাশি বিশ্বের কাছে বাংলাদেশের পোশাক এক নম্বর ব্যান্ড হিসেবে পরিচয় করার বিষয়টি নিশ্চিত করতে হবে দেশটিকে।--ডিনিউজ
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব ও শ্রম সচিবদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মজিনা বলেন, জিএসপি নিয়ে আলোচনা করতেই আমি সচিবদের সঙ্গে বৈঠক করেছি। এ বিষয়ে বাংলাদেশের নেয়া পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের দাবির সাথে কতটা সঙ্গতি রেখে এগুচ্ছে তা জানতেও এ বৈঠক হয়েছে।
শনিবার ওয়াশিংটনে তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান এ রাষ্ট্রদূত।
তিনি বলেন, বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে যেন আর দুর্ঘটনা না ঘটে; সেদিকে নজর দিতে হবে। বিশেষ করে রানা প্লাজা, তাজরিন ফ্যাশনের মতো দুর্ঘটনার পুনরাবৃত্তি যুক্তরাষ্ট্র দেখতে চায় না। তাই যুক্তরাষ্ট্রের দেয়া কর্মপরিকল্পনা বাংলাদেশকে মেনে চলতে হবে। পাশাপাশি বিশ্বের কাছে বাংলাদেশের পোশাক এক নম্বর ব্যান্ড হিসেবে পরিচয় করার বিষয়টি নিশ্চিত করতে হবে দেশটিকে।--ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়