যশোর: যশোরের উত্তরা ব্যাংকে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণা করে ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাসেল (৩০) নামে এক প্রতারক আটক হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। আটক রাসেল খুলনার রূপসা এলাকার মোতালেব হোসেনের ছেলে এবং শহরের রেলগেট তুলোতলা এলাকার বাসিন্দা।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, যশোর শহরের ঢাকা আয়রন স্টোরের মালিক সিরাজ মিয়া বুধবার দুপুরে ব্যাংকে টাকা জমা দিতে যান।
ব্যাংকে প্রবেশের পর প্রতারক রাসেল কৌশলে তার কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। এ সময় ব্যাংকের প্রহরীসহ স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে। --ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়