মাগুরা : সামাজিক দলবদলের পূর্ব বিরোধ নিয়ে সদর উপজেলার ভাবনহাটি গ্রামে গতকাল আওয়ামী লীগের দু’দল সমর্থকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
ভাবনহাটি গ্রামের আজমত বিশ্বাসসহ অন্যরা জানান, কিছুদিন আগে এ গ্রামের সামাজিক নেতা আজগর বিশ্বাস মঘি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ারের গ্রুপ থেকে জেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক ও স্থানীয় মঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাইয়ের গ্রুপ থেকে যোগ দেয়। এই যোগদান নিয়ে আব্দুল হাই ও গোলাম সরোয়ারের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার বিকালে ভাবনহাটি হাটে স্থানীয় একটি হাঁস চুরির ঘটনা নিয়ে আজগর বিশ্বাসের ছেলে দেলোয়ারের সাথে হাই সরদারের সমর্থক মুকুলের হাতাহাতি হয়। এ নিয়ে উভয় সামাজিক দলে নতুন করে উত্তেজনা শুরু হলে হাই সরদার ও গোলাম সরোয়ারের সমর্থকদের মধ্যে গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষ বাধে। এ সময় আজিজুল ইসলাম, মুকুল হোসেন, ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, আমজাদ হোসেনসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে আজিজুল ইসলাম ও মুকুল হোসেনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি।’--ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়