Tuesday, July 30

হাতিরপুলের একটি ভবনে আগুন

রাজধানীর হাতিরপুলে একটি বহুতল ভবনে আগুন লাগে।
সোমবার বেলা সোয়া ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, বেলা সোয়া ১২টার দিকে ছয় তলা ওই ভবনের পঞ্চম তলায় সেনিটারি সামগ্রীর গুদামে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়