নেত্রকোনা: বাংলাদেশে রাজাকারদের দ্বিতীয় জন্মদাতার পিতা জেনারেল জিয়া। তার স্ত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধী রাজাকাদের লালনপালনকারী মাতা। খালেদা জিয়া এখনও রাজাকারদের লালন-পালন করে যাচ্ছেন। তাই দেশ এখনও নিরাপদ নয়।
রোববার সকালে কর্নেল তাহেরের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে তাহেরের কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন।
জাসদ সভাপতি আরো বলেন, ‘জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করার জন্য, ক্ষমতা নিরাপদ, বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধী- রাজাকারদের টেনে এনে আবার পুনর্বাসনের জন্য কর্নেল তাহেরকে বাধা মনে করতো। তাই তাহেরকে পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় খুন করে বিশ্বাসঘাতক জিয়া। খুনী জিয়া কর্নেল তাহেরের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে সামরিকতন্ত্র দেয়, রাজাকারতন্ত্র ফিরিয়ে আনে, সাম্প্রদায়িকতা ফিরিয়ে আনে, জঙ্গিবাদ ফিরিয়ে আনে, যুদ্ধাপরাধীদের রাজনীতি করার অধিকার দেয়।’
এ সময় অন্যদের মধ্যে জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ জিকরুল আহমেদ এমপি, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমানসহ মহাজোটের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এর আগে মন্ত্রী কর্নেল আবু তাহেরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এক মিনিট নিরবতা পালন ও দোয়া করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে মন্ত্রী নেত্রকোনা পাবলিক হলে ও জেলা প্রেসক্লাবে পৃথক দুইটি অনুষ্ঠানে যোগ দেন।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থানের অন্যতম নায়ক কর্নেল আবু তাহেরকে ১৯৭৬ সালের ২১ জুলাই গোপন সামরিক আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফাঁসি দেয়া হয়। মুক্তিযুদ্ধে তিনি ১১নং সেক্টরের কমান্ডার ছিলেন।--ডিনিউজ
রোববার সকালে কর্নেল তাহেরের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাজলা গ্রামে তাহেরের কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন।
জাসদ সভাপতি আরো বলেন, ‘জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করার জন্য, ক্ষমতা নিরাপদ, বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধী- রাজাকারদের টেনে এনে আবার পুনর্বাসনের জন্য কর্নেল তাহেরকে বাধা মনে করতো। তাই তাহেরকে পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় খুন করে বিশ্বাসঘাতক জিয়া। খুনী জিয়া কর্নেল তাহেরের রক্তের ওপর দাঁড়িয়ে বাংলাদেশে সামরিকতন্ত্র দেয়, রাজাকারতন্ত্র ফিরিয়ে আনে, সাম্প্রদায়িকতা ফিরিয়ে আনে, জঙ্গিবাদ ফিরিয়ে আনে, যুদ্ধাপরাধীদের রাজনীতি করার অধিকার দেয়।’
এ সময় অন্যদের মধ্যে জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহ জিকরুল আহমেদ এমপি, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মোকলেছুর রহমানসহ মহাজোটের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এর আগে মন্ত্রী কর্নেল আবু তাহেরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এক মিনিট নিরবতা পালন ও দোয়া করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে মন্ত্রী নেত্রকোনা পাবলিক হলে ও জেলা প্রেসক্লাবে পৃথক দুইটি অনুষ্ঠানে যোগ দেন।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও ঐতিহাসিক সিপাহি-জনতার অভ্যুত্থানের অন্যতম নায়ক কর্নেল আবু তাহেরকে ১৯৭৬ সালের ২১ জুলাই গোপন সামরিক আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফাঁসি দেয়া হয়। মুক্তিযুদ্ধে তিনি ১১নং সেক্টরের কমান্ডার ছিলেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়