Thursday, July 11

আত্রাইয়ে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ


নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে প্রেসক্লাবের অনুকূলে বরাদ্দকৃত টিআর প্রকল্পের চাল বিক্রি করে সমুদয় টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা ইউএনও বরাবর অভিযোগ দাখিলের প্রায় এক মাস অতিবাহিত হলেও এর কোন ব্যবস্থা না হওয়ায় সাংবাদিকরা হতাশ হয়ে পড়েছেন। 
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১২-১৩অর্থ বছরে আত্রাই প্রেসক্লাবের উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম টিআর প্রকল্পের ২ মেঃ টন চাল বরাদ্দ দেন। প্রেসক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দীন টগর উক্ত চাল বিক্রি করে সমুদয় টাকা আতœসাৎ করেন। এ ব্যাপারে প্রেসক্লাবের সদস্যরা বারবার তাকে টাকা ব্যাংক হিসাবে জমা দেয়ার জন্য অনুরোধ করলেও তিনি অদৃশ্য শক্তির জোড়ে সেই টাকা জমা না দিয়ে তা আতœসাৎ করেন। বিষয়টি নিয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ অপরাপর সদস্য ও স্থানীয় সাংবাদিকরা গত ১৬জুন আতœসাতকৃত এ টাকা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি বলেন, সাংবাদিকদের একটি অভিযোগ পেয়েছি। প্রেসক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দীন টগর  টিআর প্রকল্পের চাল বিক্রির কথা স্বীকার করলেও  টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়