Sunday, July 28

এবার আলোচনার কেন্দ্রে জয়

প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়। রাজনীতির মাঠে তার তেমন আনাগোনা নেই। মাঝে মাঝে দেশে আসেন আবার চলে যান। মায়ের সাথে কিছু মিটিং এ তাকে দেখা গেলেও রাজনীতিতে জড়াননি কখনো। সম্প্রতি রাজনৈতিক ইস্যুতে দেয়া বক্তব্যকে কেন্দ্র করে সজিব ওয়াজেদ জয় আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন। তার একদিনের বক্তব্যে ঘিরেই এখন উত্তপ্ত রাজনীতির মঞ্চ।
২৩ জুন যুবলীগের ইফতার পার্টিতে গিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। সেখানে তিনি বলেন, “আমার কাছে তথ্য আছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।”
জয় ২১ আগস্টের বোমা হামলার বিষয়ে অভিযোগ করে বলেন, “একুশে আগস্টের কথা আমরা ভুলিনি। আমার মা কে লক্ষ্য করে বোমা হামলা করা হয়েছিল। আওয়ামী লীগের ২৩ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, আহত হয়েছিলেন ৪০০ জন। আর এই হামলার মূল পরিকল্পনা করা হয়েছিল হাওয়া ভবনে। তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে নিজে আমার মাকে হত্যার পরিকল্পনা করেছিলেন।”
ইতিপূর্বে দেশের রাজনীতিতে জয়ের সক্রিয় ভূমিকা চোখে পড়েনি। থাকেন যুক্তরাষ্ট্রে। সেখানে আইটি সেক্টরে কাজ করেন। মাঝেমধ্যে দেশে আসেন৷ কিন্তু সম্প্রতি তার রাজনৈতিক বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। অনেকে বলছেন, রাজনীতিতে আসতে পারেন জয়। তার বক্তব্য যেন তারই ইঙ্গিত দিচ্ছে।
জয়ের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম পরিবর্তন ডট কমকে বলেন, “দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে এটা সবাই বিশ্বাস করেন৷ সেই বিশ্বাস থেকেই জয় এ কথা বলেছেন৷ কেউ ক্ষমতায় থাকলে বা ক্ষমতার বাইরে থাকলে তিনি আশা করতেই পারেন আবার ক্ষমতায় আসবেন।”
জয় শিগগির রাজনীতিতে আসছেন কিনা জানতে চাইলে নাসিম বলেন, “সজীব ওয়াজেদ জয় একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান৷ তিনি রাজনীতিতে আসুক তা আমরা সবাই চাই৷ আওয়ামী লীগের নেতাকর্মীরাও চান তিনি রাজনীতিতে সক্রিয় হোন।”--পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়