Tuesday, July 23

কানাইঘাটে বজ্রপাতে একই পরিবারের ২ সহোদরের মর্মান্তিক মৃত্যু ॥ আহত ২

নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট উপজেলার পশ্চিম কুওরের মাটি গ্রামে গত সোমবার বজ্রপাতে একই পরিবারের দু’জন নিহত এবং অপর ২ জন আহত হয়েছেন।  স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সাথে প্রচন্ড বজ্রপাত হচ্ছিল। এসময় কুওরেরমাটি গ্রামের মৃত আলিমুদ্দীনের কাঁচা ঘরের চালাবিদ্ধ হয়ে প্রচন্ড বিকট শব্দে একটি বজ্রপাত আঘাত হানলে আলিমুদ্দীনের পুত্র তারেক রহমান (১৪) এবং তার ছোট ভাই বাবুল আহমদ (১২) ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে প্রাণ হারায়। এসময় বজ্রপাতে নিহত দুই সহোদরের মা হোসনেআরা বেগম ও ছোটভাই সোহেল আহমদ (৮) আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দিকে বজ্রপাতে এতিম দরিদ্র পরিবারে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আছে। এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম বজ্রপাতে নিহত দরিদ্র পরিবারকে  আর্থিক সহযোগিতা করার জন্য প্রশাসন এবং সমাজ হৈতশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়